আপনি নতুন এনআইডি (NID) কার্ড এর জন্য অনলাইনে আবেদন করেছেন এবং সব কাগজ পত্র জমা দিয়েছেন, আপনার ছবি তুলেছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। এখন যদি আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়ে থাকে বা আপনার মোবাইলে ম্যাসেজ আসে এনআইডি কার্ডটি তৈরি হয়ে গেছে তাহলে আপনারা কোন ঝামেলা ছাড়া অনলইন থেকে আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন।
কিভাবে অনলাইন থেকে আপনার NID Card Download করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিবো। আপনারা প্রতিটা স্টেপ ফলো করতে থাকুন। আমি যেভাবে দেখিয়ে দিবো আপনারা ঠিক সেভাবে কাজ করবেন তাহলে কোনো জামেলা ছাড়া সহজেই আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন।
১ম ধাপ- মোবাইলের ব্রাউজার ওপেন করুন
আপনার NID Card Download করার জন্য প্রথমে আপনাদের মোবাইলের ব্রাউজার ওপেন করবেন। তারপর Google এ "service.nidw.gov bd" লিখে সার্চ দিবেন। এখন অনেকগুলো ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন, আপনারা প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন।
২য় ধাপ- NID Application System এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন
এরপর NID Application System এর অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে। এরপর আপনারা "রেজিস্টার করুন" নামে একটি অপ্শন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
৩য় ধাপ- অ্যাকাউন্ট রেজিস্টার করুন
এখন আপনাদের একটি অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য প্রথমে আপনাদের ফরম নাম্বার বা এনআইডি (NID) নাম্বার দিতে হবে। ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর আপনাদের যে স্লিপটি দেওয়া হয় সেখানে আপনারা ফরম নাম্বারটি দেখতে পাবেন। আর যদি আপনাদের ফোনে এসএমএস আসে তাহলে সেখানে আপনারা এনআইডি নাম্বারটি দেখতে পাবেন। ফরম নাম্বারটি দেয়ার পর আপনার সঠিক জন্ম তারিখটি দিয়ে দিবেন। এরপর ছবিতে প্রদর্শিত কোডটি নিচের খালি ঘরে বসিয়ে "Submit" অপশনে ক্লিক করুন।
এরপর আপনারা আপনাদের বর্তমান ঠিকানা দিবেন। প্রথমে আপনাদের বিভাগ সিলেক্ট করবেন, এরপর জেলা সিলেক্ট করবেন, এবং এরপর উপজেলা সিলেক্ট করবেন। তারপর একই নিয়মে স্থায়ী ঠিকানা দিয়ে "Submit" অপশনে ক্লিক করবেন।
৪র্থ ধাপ- মোবাইল নাম্বার ভেরিফাই করুন
এই ধাপে আপনার যে ফোন নাম্বার দিয়ে এনআইডি আবেদন করেছেন সেই ফোন নাম্বারটি দেখতে পাবেন এবং "বার্তা পাঠান" অপশনটিতে ক্লিক করবেন।
কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে একটি বার্তা চলে আসবে, সেখানে আপনারা ৬সংখ্যার কোড পাবেন। খালি ঘরে কোডটি বসিয়ে "বহাল" অপশনে ক্লিক করুন। তারপর যে পেজটি ওপেন হবে সেখানে পরের ৩টি ধাপ কিভাবে সম্পুূর্ণ করবেন তা লেখা থাকবে।
৫ম ধাপ- NID Wallet" application টি ডাউনলোড করুন
এখন আপনারা Google Play Store থেকে "NID Wallet" application টি ডাউনলোড করবেন। এরপর আবার ব্রাউজারে আগের পেজটিতে চলে যাবেন।
NID Wallet ইন্সটল করার পর আপনারা ব্রাউজার ওপেন করুন এবং লাল বাটনে ক্লিক করুন।
৬ষ্ঠ ধাপ- ফেইস ভেরিফিকেশন করুন
লাল বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে NID Wallet অ্যাপ ওপেন হবে। এরপর ৪টি ধাপে আপনার ফেইস ভেরিফিকেশন করবেন। ফেইস ভেরিফিকেশন করার পর "ok" তে ক্লিক করবেন।
৭ম ধাপ- পাসওয়ার্ড সেট করুন
আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য একটি পাসওয়ার্ড সেট করে নিবেন। অথবা এড়িয়ে যান লেখাটিতে ক্লিক করবেন।
৮ম ধাপ- NID Card Download করুন
পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন অথবা যদি এড়িয়ে যান লেখাটিতে ক্লিক করে থাকেন তাহলে আপনার এনআইডি কার্ড প্রোফাইল এর বিস্তারিত সব কিছু দেখতে পাবেন এবং সর্বশেষ নিচে ডাউনলোড অপ্শন দেখতে পারবেন। ডাউনলোড অপ্শনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিবেন।
৯ম ধাপ- NID Card Print করুন
এনআইডি কার্ডটি ডাউনলোড করার পর যেকোনো প্রিন্ট এর দোকান থেকে আপনার এনআইডি কার্ডটি প্রিন্ট করে নিবেন।