কিভাবে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করবেন?
এখন আমি আপনাদের বলবো কিভাবে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে হয়। স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনার ফোনের যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন, এবং "Smart Card Status Check" লিখে সার্চ দিবেন। এখন প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবে অথবা এই লিঙ্কে ক্লিক করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status
এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখন প্রথমে আপনার এনআইডি (NID) নাম্বার দিবেন অথবা ফরম নাম্বার দিবেন। এরপর আপনার সঠিক জন্ম তারিখ দিবেন। জন্ম তারিখ ভুল হলে আসবে না, তাই অবশ্যই সঠিক জন্ম তারিখ দিবেন। এরপর ছবিতে একটি কোড দেখতে পাবেন, কোডটি নিচে খালি ঘরে বসিয়ে দিবেন। এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন।
যদি আপনার স্মার্ট কার্ড তৈরি না হয়ে থাকে তাহলে নিচের ছবিতে যে লেখাটি দেখতে পাচ্ছেন এরকম দেখাবে। "স্মার্ট কারর্ডের কোন তথ্য পাওয়া যাইনি"
আর যদি আপনার স্মার্ট কার্ড তৈরি হয়ে থাকে তাহলে নিচের যে ছবির মত পেজ ওপেন হবে। এখানে আপনারা Box ID এবং Comp ID দেখতে পাবেন। এই দুটি আইডি কাগজে লিখে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে আপনার স্মার্ট কার্ড পেয়ে যাবেন।
Smart card-এর বেশ কিছু সুবিধা রয়েছে। স্মার্ট কার্ডে থাকা চিপটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য এনক্রিপ্ট করে রাখে। ছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে। যারা অনেক আগে এনআইডি কার্ড করেছেন মুলত তারা স্মার্ট কার্ড পাচ্ছেন। তবে নতুনরাও হয়তো খুব তারাতারি পেয়ে যাবেন। পরবর্তী আপডেট এর জন্য আমাদের সাথেই থাকুন।
শেষ কথা
যাদের স্মার্ট কার্ড তৈরি হইনি তারা হতাশ হবেন না। আপনারাও খুব দ্রুত স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। কিছুদিন পর পর স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করবেন। তাহলে স্মার্ট কার্ড সম্পূর্ণ হলে জানতে পারবেন। আর যাদের স্মার্ট কার্ড তৈরি হয়ে গেছে তারা উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে আপনার স্মার্ট কার্ড পেয়ে যাবেন। অবশ্যই Box ID এবং Comp ID সা্থে নিয়ে যাবেন।
কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করেবেনঃ- এনআইডি (NID) কার্ড ডাউনলোড
Tags:
জাতীয় পরিচয় পত্র