নতুন ভোটার (NID) আইডি কার্ড জন্য আবেদন | NID Registration | NID Online BD

আপনারা যারা এখনো ভোটার আইডি কার্ড করেননি, তারা খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড এর জন্য আবেদন করতে পারবেন, যদি আপনার বয়স ১৮ বা তার উপরে হয়ে থাকে। যাদের বয়স ১৮ এর নিচে তারা আবেদন করতে পারবেন না। যদি আপনি নিজে নিজে ভোটার আইডি কার্ড এর জন্য আবেদন করেন তাহলে প্রিন্ট খরচ বাবদ আপনার কোন টাকা খরচ হবে না। ১মাস বা ২মাস এর ভিতর আপনার ভোটার আইডি কার্ড হাতে পেয়ে যাবেন।


কিভাবে ভোটার আইডি কার্ড এর জন্য অনলইনে আবেদন করবেন ?

চলুন এবার দেখিয়ে দেই কিভাবে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড এর জন্য অনলইনে আবেদন করবেন। আবেদন করার জন্য কিছু জিনিস আপনার হাতে রাখবেন, যেমনঃ

  • আপনার জন্ম নিবন্ধন (জন্ম নিবন্ধন অবশ্যই অনলইন করা থাকতে হবে)
  • আপনার মায়ের এনআইডি (NID) কার্ড
  • আপনার বাবার এনআইডি (NID) কার্ড 
এনআইডি কার্ড এর জন্য আবেদন করতে এই লিংকে ক্লিক করুনঃ  https://services.nidw.gov.bd/nid-pub/
এরপর আবেদন করুন অপশনে ক্লিক করুনঃ

NID Registration


ধাপ ১- অ্যাকাউন্ট নিবন্ধন

এখন আপনাদের একটি অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য প্রথমে আপনার পুরো নাম লিখুন (ইংরেজিতে)। এরপর আপনার সঠিক জন্ম তারিখ লিখুন এবং ছবিতে প্রদর্শিত কোডটি খালি ঘরে বসিয়ে দিন। সবশেষে "বহাল" অপশনে ক্লিক করুন। বুঝার জন্য নিচের ছবিটি অনুসরণ করুন।

NID Registration 1


ধাপ ২- ফোন নাম্বার যাচাই

অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য এখন আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। আপনার সঠিক ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এবং বার্তা পাঠান অপশনে ক্লিক করবেন।

NID Registration 2


কিছুক্ষণের মধ্যে আপনার নাম্বারে এনআইডি অফিস থেকে ৬ সংখ্যার একটি কোড চলে আসবে। এরপর খালি ঘরে কোডটি বসিয়ে দিবেন এবং বহাল অপশনে ক্লিক করবেন।

NID Registration 3

ধাপ ৩- ইউজারনেম এবং পাসওয়ার্ড সেট 

এখন ইউজারনেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। প্রথমে খালি ঘরে ইউজারনেম দিবেন কোন স্পেস ছাড়া। এরপর শক্তিশালী একটি পাসওয়ার্ড দিবেন এবং বহাল অপশনে ক্লিক করবেন।

NID Registration 4

ধাপ ৪- প্রোফাইল এডিট

এই ধাপে আপনারা প্রোফাইল এর বিস্তারিত দেখতে পাবেন, এবং পাশে দেখতে পাবেন "এডিট" অপশন। জাস্ট আপনারা এডিট অপশনে ক্লিক করবেন।

NID Registration 5

ধাপ ৪-  ফরম পূরণ

ফরমটি ৩টি ধাপে পূরণ করতে হবেঃ
  • ব্যক্তিগত তথ্য
  • অনন্য  তথ্য
  • ঠিকানা
ফরম পূরণ করার ক্ষেত্রে সবকিছু আপনার জন্ম নিবন্ধন এবং বাবা মায়ের NID কার্ড এর সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করবেন। (*) স্টার চিহ্ন যেগুলোতে আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং যেগুলোতে (*) স্টার চিহ্ন নেই সেগুলো না দিলেও চলবে। আপনার সকল ব্যক্তিগত  তথ্য দিয়ে ফরম পুরনের প্রথম ধাপ সম্পূর্ণ করুন। এরপর ২য় ধাপে অনন্য তথ্য দিবেএন এবং সর্বশেষ ধাপে আপনার সঠিক ঠিকানা দিয়ে ফরমটি পূরণ সম্পূর্ণ করবেন। সব কিছু বাংলাই লিখা থাকবে, এরপরও বুজতে সমস্যা হলে ইউটটিউবে ভিডিও দেখে দেখে ফরম পূরণ করে নিবেন। ফরম পূরণ করা শেষ হলে কাগজ পত্র ধাপে নিয়ে যাবে, তবে অনলইনে কোন কাগজ পত্রের প্রয়োজন নেই। আপনারা পরের ধাপে চলে যাবেন এবং "সাবমিট" অপ্শনে ক্লিক করবেন। তাহলে আপনার অনলইন আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে বা আপনার Application ফরমটি জমা হয়ে যাবে।  

NID Registration 6


ধাপ ৫- ফরম ডাউনলোড এবং প্রিন্ট

এখন আপনারা "ডাউনলোড" অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার আবেদন ফরমটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনার ডাউনলোড করা PDF ফাইলটি নিয়ে যেকোনো প্রিন্টের দোকান থেকে প্রিন্ট করে নিবেন। প্রিন্ট করার পর ফরমটি নিয়ে আপনার ইউনিয়ন মেম্বার এর কাছে  চলে যাবেন, সেখানে ফরমে মেম্বার এর এনআইডি নাম্বার এবং সাক্ষর দিয়ে দিবে। তারপর প্রয়োজনীয় সকল কাগজ পত্র নিয়ে আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিবেন। তারপর তারা ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য আপনাকে একটি date দেওয়া হবে। ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া শেষ হলে ১সপ্তাহ এর মধ্যে আপনার এনআইডি (NID) কার্ডটি পেয়ে যাবেন।

এনআইডি (NID) কার্ড করতে কি কি কাগজ পত্র প্রয়োজন নিচে দেওয়া হলোঃ

  • ১. হোল্ডিং ট্যাক্স বা বাড়ি ভাড়া পরিশোধের রসিদ 
  • ২. শিক্ষাগত যোগ্যতার  সনদ (যদি থাকে)
  • ৩. পিতা মাতার এনআইডি কার্ড
  • ৪. ১৭ ডিজিট এর জন্ম সনদ
  • ৫. নাগরিকত্ব সনদ
  • ৬. বিবাহিত থাকলে কাবিননামা
  • ৭. রক্তের গ্রুপ পরিক্ষার রিপোর্ট
  • ৮. বিবাহিত থাকলে স্বামী / স্ত্রীর এনআইডি কার্ড

এনআইডি কার্ড ডাউনলোড করার সহজ উপায়ঃ NID Card Download
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়মঃ Smart Card Status Check

Previous Post Next Post